Loading...
Top

সর্বশেষি

বিএনপি ভোটে এলে আলোচনা করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল টিভি

সোমবার, নভেম্বর ২০, ২০২৩
বিএনপি নির্বাচনে ফিরতে চাইলে নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনারের কাছে এক সাংবাদিক জানতে চান, বিএনপিসহ অনেক দল এখনো নির্বাচন প্রক্রিয়ার বাইরে আছে। তারা যদি ভোটে ফিরতে চায়, এই তফসিলে কি ফেরা সম্ভব বা নাকি বিএনপির জন্য বিশেষ বিবেচনা থাকবে?

জবাবে রাশেদা সুলতানা বলেন, আমার জানা মতে পূর্বেও ওনারা একটু পরেই নির্বাচনে এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন। এবারও ওনারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যাবে নিশ্চয়ই আমরা আলোচনা করব। ওনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। ওনারা আসতে চাইলেন আর আমরা ফিরিয়ে দেব, এমনটা হবে না।

তিনি বলেন, বিস্তারিত এখন কিছুই বলব না। ওনারা যদি আসেন আমরা কমিশনাররা বসব, আইনকানুন দেখব। তারপর যেটা সিদ্ধান্ত হয়, হবে। অগ্রিম কিছু বলতে পারব না। তার মানে আপনারা বিবেচনা করবেন– প্রতি উত্তরে রাশেদা বলেন, এলে তো বিবেচনা করবই, অবশ্যই করব। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক। এই বিবেচনার মধ্যে কী পন্থা আছে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, কী পন্থা আছে এই মুহূর্তে আমি বিস্তারিত বলতে পারব না। ২০১৮ সালের নির্বাচনে আমার জানা মতে ওনারা এসেছিলেন। ওই নির্বাচনে ওনাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। আমরা যেভাবে আইনে আছে, সেভাবেই করব। আমি ডিটেইল আর কিছু বলব না।



জাতীয় পার্টি তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে। তফসিল একটু পেছানো যায় কি না– এ প্রশ্নের জবাবে রাশেদা বলেন, এ বিষয়ে আমরা কিছুই বলব না। অগ্রিম বলার সময় এখনো আসেনি। যখন আসবে, যেটা হবে, সেটাই বলব। পরিস্থিতি যখন আসবে, পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব। অগ্রিম এ বিষয়ে কোনও কথাই বলব না। বলা উচিত নয়। ওনারা এলে আমরা ওয়েলকাম করব। এটার জন্য, ওনাদের জন্য আইন অনুযায়ী যেভাবে পথ সৃষ্টি করতে হবে সেভাবে করব। কিন্তু আগেই বলব না।

রাশেদা সুলাতানা বলেন, সংকট সৃষ্টি হওয়ার আগেই যদি ওনারা আসেন? কাজেই এখনই কিছু বলব না। অতীতে যেভাবে হয়েছে আমরা দেখব। যদি সময় বাড়ানো প্রয়োজন হয়, আমরা বাড়াব। যদি বাড়ানোর প্রয়োজন না হয়, এভাবেই হয়, তাহলে হবে। কোনো অসুবিধা নেই। যদি এই তফসিলের মধ্যেই আসে, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই।

অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, নিশ্চয়ই অংশগ্রহণমূলক নির্বাচনের এখনো স্পেস আছে। মাঠের রাজনীতিতে যখন বিভাজন তৈরি হয়েছে, তখন শান্ত নাকি অশান্ত তা আমার বলতে হবে না। আপনারাই দেখতে পাচ্ছেন। জনগণও দেখতে পাচ্ছে। পরিবেশ অশান্ত আছে, তাই বলে শান্ত হবে না– এমন তো কোনো কথা নেই। যেকোনো মুহূর্তে শান্ত হতে পারে।

তিনি দলগুলোর উদ্দেশে বলেন, আমাদের প্রতি আস্থা রাখুন। আসুন, নির্বাচন করুন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। নিশ্চয়ই আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করব।

আরও পড়ুন

একজন ভারসাম্যহীন পাগল মানুষের নামে মিথ্যা সংবাদ প্রচার

1 মাস আগে

একজন ভারসাম্যহীন পাগল মানুষের নামে মিথ্যা সংবাদ প্...

পাগলের বেশে অবৈধ মাদক ব্যাবসা শিরোনামে মিথ্যা মনগড়া সংবাদ প্রচার করা হয়। দৈনিক সংবাদ পত্রে উল্লেখ কর...

পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে: হারুন

2 মাস আগে

পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে:...

পুলিশকে দুর্বল করতেই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালান...

কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

2 মাস আগে

কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনকারীদের উপর হ...

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকা...

আড়াইহাজারে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক  কিশোরী, বর ও কনের বাবাকে কারাদন্ড

3 মাস আগে

আড়াইহাজারে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক  কিশোরী, ব...

আড়াইহাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমেদের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক কি...

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণী ছাত্রীকে ধর্ষণ, মামলা

3 মাস আগে

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণী ছাত্রীকে ধর্...

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণী ছাত্রী (১৪)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় থানায় ন...

সোনারগাঁয়ে পাগলা কুকুরের কামড়ে অন্তত আহত ৪৫

3 মাস আগে

সোনারগাঁয়ে পাগলা কুকুরের কামড়ে অন্তত আহত ৪৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্ল...

যুবদলের নতুন কমিটিতে শুভেচ্ছা জানিয়ে না.গঞ্জ জেলা যুবদলের মিছিল

3 মাস আগে

যুবদলের নতুন কমিটিতে শুভেচ্ছা জানিয়ে না.গঞ্জ জেলা...

নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জান...

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

3 মাস আগে

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জা...

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈ...