তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব গড়ে তুলতে চট্টগ্রামে ছাত্রদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে সময়ের ব্যবধানে এখন আর সেইদিন নেই।
এছাড়া জেলা, উপজেলা, পৌরসভার ও ইউনিয়ন কমিটি থাকলে থাকলেও বেশিরভাগই কাগজে-কলমে সীমাবদ্ধ। সেইসঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের মারমুখি অবস্থানে কোণঠাসা হয়ে পড়েছিল ছাত্রদল। এতে অনেকটা ভাটা পড়ে সাংগঠনিক কর্মকাণ্ডে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নানা কর্মসূচিও পালন করেছে। নতুন করে শিক্ষার্থীদের সংগঠনে ভিড়াতে চট্টগ্রামের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা। তারা বলেছেন, শিগগিরই ‘নতুন ধারার’ ছাত্র রাজনীতি চট্টগ্রাম থেকে শুরু করবে ছাত্রদল।
ছাত্রদলের চট্টগ্রামের নেতারা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নানা কর্মসূচি পালন করেছেন। নতুন করে শিক্ষার্থীদের সংগঠনে টানতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন নেতারা। এতে ব্যাপক সাড়া পাচ্ছেন। নিয়মিতদের নেতৃত্বে আনতে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মতামত। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার বিষয়েও জনমত তৈরিতে কাজ করছেন ছাত্রনেতারা।
ছাত্রনেতারা জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছাবেন সংগঠনের নেতারা। নিয়মিত ছাত্রদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। ক্যাম্পাসগুলোতে নেতৃত্বের ক্ষেত্রেও নিয়মিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। গণতন্ত্র, মানবাধিকার, সাম্যের ধারণার ভিত্তিতে শিগগিরই ছাত্র রাজনীতির রোডম্যাপ প্রকাশ করবে ছাত্রদল। রোডম্যাপে ছাত্রদলের রাজনীতি চর্চা, ক্যাম্পাসের অ্যাকাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থী বা সংগঠনের বাকস্বাধীনতা স্থান পাবে। আবাসন সংকট দূর করার দাবিকে অগ্রাধিকার দেবেন তারা।
ভবিষ্যৎ রাজনীতি ও নেতৃত্ব তৈরি করতে ১৯৭৯ সালে ছাত্রদল প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তখনকার সময়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তায় তরুণ সমাজ অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন। শিক্ষা, ঐক্য, প্রগতি- এই স্লোগানে দ্রুত সময়ে সারাদেশে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে। বর্তমানে যারা সুনাম ও দক্ষতার সঙ্গে বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন, তাদের অনেকেই ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিভিন্ন সময়ে সরকারে পালাবদল ও পরিবর্তিত পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির সাংগঠনিক সক্ষমতা হ্রাস পায়। এতে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই রাজনীতিবিমুখ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে ছাত্র রাজনীতিতে শিক্ষার্থীদের আস্থা ফেরাতে মাঠে নেমেছে ছাত্রদল।
চট্টগ্রামে ছাত্রদলে নেতৃত্ব দেওয়া সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, ছাত্রদল হচ্ছে বিএনপির প্রবেশদ্বার। শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার পর এই সংগঠনের নেতারা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনে যোগ দেন। যার মাধ্যমে নেতৃত্বের বিকাশ এবং তরুণ প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হয়। বিএনপির আন্দোলন সংগ্রামের মূল চালিকাশক্তিও ছাত্রদল। এই সংগঠনের নেতৃত্বেই নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাফল্য পেয়েছিল বিএনপি। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই সময় ছাত্রদল সর্বস্তরে ব্যাপক আলোচনায় ছিল।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বাংলানিউজকে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সারাদেশের মতো চট্টগ্রামেও দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্র রাজনীতির অবসান হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতির ক্ষেত্র বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই। যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুষ্ঠু রাজনীতি চর্চার মধ্য দিয়ে আগামী দিনে পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হতে পারেন, দেশপ্রেমিক হয়ে উঠতে পারেন। চট্টগ্রাম থেকে ছাত্রদলের ‘নতুন ধারার’ ছাত্র রাজনীতি নিয়ে কাজ শুরু করবো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসে কোনও দখলদারিত্ব বা শোডাউন হচ্ছে না। শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে ছাত্রদলের পক্ষ থেকে জিরো টলারেন্স পলিসির কঠোর বাস্তবায়ন করা হচ্ছে। ক্যাম্পাসে অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করছে ছাত্রদল। যারা ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছে, তাদের ছাত্রদলের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ছাত্রলীগ আগে দেশের সব শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম ও ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। র্যাগিং ও হল দখলের নামে সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে মেরেছে, নির্যাতন করেছে। আমরা সেই রাজনীতি আর চাই না। গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে নতুন ধারার রাজনীতি চালু করতে চাই। শিক্ষাঙ্গনে সুস্থধারার ছাত্র রাজনীতি ছাত্রদলের লক্ষ্য।
9 ঘন্টা আগে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়...
9 ঘন্টা আগে
চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার মামলা বাতিল করে হাইকোর্ট...
12 ঘন্টা আগে
স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বন্দ...
12 ঘন্টা আগে
আগামী নির্বাচন একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের...
13 ঘন্টা আগে
বিদায়ী ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ২৩৭ জন। এছাড়া আহত হয়েছেন ১৩ হাজার ১৯০...
1 দিন আগে
ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি সহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে...
1 দিন আগে
হবিগঞ্জ শহর থেকে অপহৃত আব্দুল জব্বার চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তাকে দুদিন পর উদ্ধার করা হয়েছে।...
1 দিন আগে
ঢাকার ধামরাইয়ে থার্টি-ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়...
9 ঘন্টা আগে
12 ঘন্টা আগে
13 ঘন্টা আগে